Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ একর খাস জমি উদ্ধার করল ধামরাই প্রশাসন

মো. আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা ৯টি মৌজায় প্রায় ৮২ কোটি সাড়ে ৭ লাখ টাকার মূল্যের ১ খাস খতিয়ান ভূক্ত প্রায় ২৬ একর ৩১ শতাংশ সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার ধামরাই ইউনিয়নের সৌরিভাগ মৌজা ৪ একর ১০ শতাংশ, ছোট কালামপুর এলাকায় ১ একর, দেপাশাই মৌজায় ৬ একর ৪০ শতাংশ, উত্তর বাস্তা মৌজায় ১ একর ৯১ শতাংশ, পৌরসভার কায়েতপাড়া মৌজায় ৫ একর, সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর মৌজায় ১ একর ১২ শতাংশ, কাকনাইল মৌজায় ৪৮ শতাংশ, লাড়ুয়াকুন্ডু মৌজায় ৩০ শতাংশ ও আমরাইল মৌজায় ৬ একর সরকারি খাস খতিয়ান ভূক্ত ভূমি দীর্ঘদিন ধরে কতিপয় স্থানীয় ব্যক্তিরা দখল করে রেখে ছিল। বর্তমান ওই সম্পত্তির বাজার মূল্য প্রায় ৮২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা হবে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে।
এসব সরকারি ভূমি অবৈধভাবে অন্যের দখলে থাকার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরে উক্ত সরকারি ভূমি পরিমাপ করে সরকারি দখলে নিয়ে নেন।
এসব উদ্ধারকৃত ভূমিতে আশ্রয় প্রকল্পে ইতোমধ্যেই ১ম ধাপে ৩৫ টি, ২য় ধাপে ৩৫টি ও তৃতীয় ধাপে ঘরবাড়ি তৈরি করে ১৫০টি দরিদ্র ছিন্নমুল ও অসহায় পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বর্তমানে সূয়াপুর, কাকনাইল, লাড়ুয়াকুন্ডু ও আমরাইল মৌজায় উদ্ধারকৃত জমিতে আরো ২০০টি পরিবারের পুনর্বাসন করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রভাবশালীদের দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। এসব জমিতে দরিদ্রদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ