বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ময়মনসিংহে এক আলোচনায় বলেছেন, আগামী ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। কেউ তা দাবিয়ে রাখতে পারবে না। এজন্য তিনি সকল মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন হতে না পারে তার জন্য মেজর জিয়াসহ সকল স্বৈরশাসকগণ তিনটি অধ্যাদেশ জারি করেছিলো। কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যার্থ হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে নর ঘাতকদের বিচার করে তা প্রমাণ করেছেন।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজওয়াদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে শফিকুর রেজা বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্ব দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই দ্রুত একটি লিখিত সংবিধান জাতিকে উপহার দিয়েছেন। সেইদিন মধুপুর বনাঞ্চল রেস্ট হাউজে বসে সংবিধান তৈরী করেছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ৫০ বছর পর এই প্রথমবারের মত রাষ্ট্রীয়ভাবে আজ ৪নবেম্বর সংবিধান দিবস পালিত হচ্ছে।তিনি ৩৫সদস্য সংবিধান প্রণয়ন কমিটির সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।