Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ দুবাই ফেরত যাত্রী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১০:৪৫ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী নামে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম ওই যাত্রীকে আটক করে। তার কাছ থেকে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা) উদ্ধার করেছে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক মোহাম্মদ আলী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজাল নগরের ছদাহা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

শাহ আমানত বিমানববন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকালে শারজাহগামী ফ্লাইট এয়ার এরাবিয়ার জি-৯-৫২৭ এর যাত্রী ছিলেন মোহাম্মদ আলী। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করে এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ