Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক পেলেন ইসরাফিল শাহীন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২০তম প্রয়াণ দিবস এবং ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিনব্যাপি সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২২। এ বছরের সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক পেয়েছেন খ্যাতিমান নাট্যনির্দেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। তার হাতে পদক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাট্যজন ম. হামিদ, অনন্ত হীরাসহ অনেকে। থিয়েটারে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাট্য নির্দেশক, নাট্য গবেষক ইসরাফিল শাহীন এ সম্মাননা পদক পেয়েছেন। পদক পাওয়া পর তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইসরাফিল শাহীন সৈয়দ মহিদুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, পরিবশেনা শিল্পের সুফল শুধুমাত্র নাগরিক আয়তনে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। কারাবন্দী, কিশোর সংশোধনাগার, মানসিক হাসপাতাল, অনাথ আশ্রমের মতো প্রতিষ্ঠানে পরিবশেনা শিল্পকলার প্রয়োগ ঘটিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কালচারাল থেরাপিস্ট নিয়োগের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ