Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়ঁস ফ্রঁসেছে অভিজিৎ চৌধুরীর চিত্রপ্রদর্শনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী অভিজিৎ চৌধুরীর ‘নন হায়ারার্কিক্যাল অর্ডার অব ফর্মস’ শিরোনামে চিত্রপ্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করা গত ৪ নভেম্বর। উদ্বোধন করেন এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা-চিত্রশিল্পী আফজাল হোসেন। অভিজিৎ চৌধুরী দেশের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে পরিচিত। অভিজিতের চিত্রকর্মের অনুপ্রেরণার বড় উৎস প্রকৃতি। তিনি তাঁর শিল্প অনুভূতির দ্বারা প্রকৃতির সব ধরণের উপাদান গ্রহণ করে তার চিত্রকলায় উপস্থাপন করেন। তাঁর চিত্রকর্মে বিমূর্ত উপলব্ধি এবং অনুভূতি যেমন আনন্দ, দুঃখ, আশা, হতাশা, প্রেম, ঘৃণা, স্বপ্ন, কল্পনার মতো আরোও নানা অভিব্যক্তির প্রকাশ ঘটে। তিনি তাঁর সৃষ্ট শিল্পগুলোর মাধ্যমে এটাই বলতে চান যে, শিল্প, মানবিক বিজ্ঞান ছাড়া কিছুই না। তার প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকে। রোববার বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ