Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবির ট্রেলার

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

গত দশকে হলিউড ছবির গুলির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি পেয়েছে বক্স অফিসে ব্লকব্লাস্টার হিট করেছিল। তখন থেকেই দর্শকরা এই ছবির দ্বিতীয় পর্বেও অপেক্ষায় ছিলেন। অবশেষে মুক্তি পেল হলিউডের বহু প্রতীক্ষিত ‘অ্যাভাটার’ ছবির সিক্যুয়েলে তৈরি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবির ট্রেলার। এর আগে মে মাসে এই ছবির টিজার মুক্তি পায় টিজার মুক্তির প্রথম দিনেই তা দর্শকদের মধ্যে বিপুল সাড়া পায়। এরপর কয়েকদিন আগে ছবির ট্রেলার মুক্তি পেলো। ‘অ্যাভাটার’ ছবির প্রথম পর্ব তৈরির ১০ বছর পর মুক্তি পেলো দ্বিতীয় পর্বের ট্রেলার। ২ মিনিট ২৮ সেকেন্ডের এই ট্রেলারে প্যান্ডোরা মহাসমুদ্রের মহাকাব্যিক যুদ্ধ দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। পাশপাশি সেই সঙ্গে সালি পরিবারের জীবন সংগ্রামও দেখা যাবে এই ছবিতে। পানির নিচের কিছু অনবদ্য দৃশ্যকে ট্রেলারে তুলে ধরা হয়েছে । সমুদ্রের দুর্দান্ত কিছু দৃশ্য ধরা পড়েছে সিক্যুয়েলে। শোনা গিয়েছে, কোনো বিরতি না নিয়ে টানা পানির নিচে শুটিং হয়েছে এই ছবির। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি পরিচালনা করেছেন অস্কার বিজয়ী পরিচালক জেমস ক্যামেরন। এছাড়াও জন ল্যান্ডউয়ের সঙ্গে যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করেছেন ক্যামেরন। ছবিতে অভিনয় করেছেন জো সালডানা, স্যাম ওয়ার্দিংটন, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফ্যালকো, জেমেইন ক্লেমেন্ট এবং কেট উইন্সলেটের মত অভিনেতা অভিনেত্রীরা। এর আগে পরিচালক জেমস ক্যামেরন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অ্যাভাটার এর দ্বিতীয় পার্ট তৈরি করতে বেশ কয়েক বছর সময় লেগেছে, তবুও দর্শকরা আশা হারায়নি। চলতি বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ