রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়ে বিকাল পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা সমিতির সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ এর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাবের সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া, জাতীয় শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক ও বুড়িচং উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মীম হসপিটালের এমডি খাইরুন নেসা মুক্তা, কুমিল্লা মেডিকেল সেন্টারের ডা. মাহমুদা ইসলাম, মুন হসপিটালের ডা. তানভীর হোসেন, সিটি ব্যাংকের ম্যানেজার নুরুল আলম ছোটন, কুমিল্লা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার ডলি, ও বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।