রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট তৈরির জন্য খুড়ে রাখা গর্তের জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, সোহাগপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও পাশ্ববর্তী বাড়ির ফজলুল করিমের মেয়ে খাদিজা আক্তার (৩)। দুই শিশু সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোরশেদ আলম ও তাওহীদা বেগম দম্পত্তি তাদের সোহাগপাড়া গ্রামের বাড়িতে ভবন নির্মাণ করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হয়েছে। ভবনের লিফট তৈরির জন্য বেশ কিছু দিন আগে মাটি খুড়ে রাখা হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে থাকে। গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খুঁজাখুজির পর বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা দুই শিশুকে গর্তের পানিতে ভাসতে দেখেন। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মুনসুর মুসা, মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আইয়ূব খান বলেন, নিহত শিশুদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।