রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক শিলুসহ তার ছেলে ইমনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার ভাঙাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল হক ও তার ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আশরাফুল হক শিলু জানান, প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতে শিবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনিসহ তার ছেলে ইমন। এ সময় ভাঙাব্রিজ এলাকায় পৌঁছালে ৩ জন মুখোশধারী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় তাদের। এছাড়া একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আশরাফুল হকসহ তার ছেলে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদিও ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।