Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্দোলনে নয়, সংবিধানের ভিত্তিতে আগামী নির্বাচন

আনোয়ারায়-উন্নয়ন-প্রকল্প-উদ্বোধনকালে-ভূমিমন্ত্রী-জাবেদ

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আ.লীগ আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, মাঠে থাকেন আমরাও আসতেছি। দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন সাংবিধানিক বিষয়। সাংবিধানের আলোকে নির্বাচন হবে। কিন্তু নির্বাচন আসলেই বিএনপি নানা তালবাহানা শুরু করে, তাদের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা জনগণ ভুলেনি। জনগণের লাশের ওপর তারা সেই নির্বাচন করেছিল। এখন তত্ত্বাবদায়ক সরকারের আন্দোলন করছে, এই তত্ত্বাবধায়ক সরকার আ.লীগের আবিস্কার। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সব অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকব। গতকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জান চৌধুরী স্মৃতিপার্ক, উপজেলা সম্প্রসারিত ভবন, অডিটরিয়ামসহ ৪৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ চৌধুরী এমপি। কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য চেমনারা তৈয়ব, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) হুমায়ুন কবির, আনোয়ারা থানার ওসি মীর্জ মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ভূমিমন্ত্রী পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদের নব নির্মিত ভবন ঘুরে দেখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ