Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর-২ আসনের এমপি হলেন, লাবু চৌধুরী ২৬ বছর পর নতুন মুখ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৮:১৩ পিএম | আপডেট : ৮:২৩ পিএম, ৫ নভেম্বর, ২০২২
অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় এলাকা ২১২ ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি সদ্য প্রয়াত সাবেক সংসদ উপনেতা ও আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র। অসনটিতে মোট ১২৩ কেন্দ্রের ফলাফলে তিনি ৫৩ হাজার ৮৭৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। উপ-নির্বাচনের মধ্যে দিয়ে ২৬ বছর পর নতুন এমপি পেলো ফরিদপুর ২ আসনের (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) মানুষ।  
জেলা নির্বাচন কমিশন অফিস সুত্রে জানা যায়, এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী পেয়েছেন মোট ৬৮ হাজার ৮১২ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। বিষয়টি রাত ৮টার দিকে ফরিদপুর নির্বাচন কমিশনার হাবিবুর রহমান নিশ্চিত করেন। এছাড়া তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটারের ২৬.২৭% ভোট প্রয়োগ করেছেন।
দুই উপজেলা (সালথা, নগরকান্দা) ও একটি ইউনিয়ন সদরপুর উপজেলার কৃষ্ণপুর নিয়ে গঠিত আসনটিতে শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ ভোট কাস্টিং হয় বলে ফরিদপুর নির্বাচন অফিসের এই কর্মকর্তা জানান।
নির্বাচন অফিস সুত্রে আরো জানা যায়, আসনটিতে মোট ভোটারের মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ ভোটার রয়েছেন। এ নির্বাচনে ১২৩ ভোট কেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ইভিএমে এ ভোটগ্রহণ করা হচ্ছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রস্তুত ছিলো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ স্বাভাবিকভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।  
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ফরিদপুর-২ আসনের রিটার্নিং অফিসার মো.  হুমায়ূন কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের পাশাপাশি তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।  
প্রসঙ্গত, আসনটিতে স্বৈরাচার সরকার এরশাদ হুসাইনের পতনের পর ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী ও প্রয়াত কে এম ওবায়দুর রহমান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী সৈয়দা সাজেদা চৌধুরী। চলতি বছরের ১১ই সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করা হয় এবং ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার (৫ই নভেম্বর) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মধ্যে দীর্ঘ ২৬ বছর পর আসনটিতে নতুন এমপি নির্বাচিত হয়েছেন প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। তার মায়ের প্রতিনিধিত্ব হিসেবে দীর্ঘদিন তিনি সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের আওয়ামীলীগের নেতৃত্ব ও দলটিকে সুসংগঠিত করেছেন। এরমধ্যে দিয়ে তিনি এলাকায় জনপ্রিয়তা লাভ করেন এবং মাটি ও মানুষের নেতা হয়ে উঠেন।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ