বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে আর যাবেনা। নির্বাচনী ব্যবস্থা আ'লীগ ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি নির্বাচনকে আ'লীগ একেকটা নতুন প্রজেক্ট হিসেবে রুপ দিয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৫ টায় ফরিদপুর ফরিদপুর জেলা বিত্রনপির কার্যালয়ে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে এক জরুরী বৈঠকি আলোচনা সভায় বিত্রনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উল্লেখিত কথা তিনি বলেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমান আ'লীগ সরকার ভীষণ নার্ভাস অবস্থায় আছে, তাদের পায়ের নিচে মাটি নাই। তাইতো তারা বিএনপির সমাবেশগুলোকে যেভাবে বন্ধ করা যায়, জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কিভাবে ঠেকানো যায়, নির্যাতন ও নিপীড়নসহ নতুন মামলা দেওয়া যায়, সেগুলো তারা করে যাচ্ছে।
এসময় খুলনা-চট্টগ্রাম সহ অন্যান্য বিভাগীয় গণসমাবেশের উদাহরণ টেনে শামা ওবায়েদ বলেন, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সচেষ্ট। এজন্য সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা দরকার। এসময় গণসমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা এবং পরিবহন ধর্মঘটের পায়তারা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে কোন পরিস্থিতিতেই এই গণসমাবেশ বানচাল করতে পারবে না। সমাবেশমুখী জনস্রোত কেউ কোনভাবেই রুখতে পারবে না।
এসময় আরো উপস্হিত থেকে বক্তব্য রাখেন, বৃহওর ফরিদপুর বিত্রনপির সাবেক ৬ সংসদ সদস্য।
এরা হলেন, বীরমুক্তিযোদ্বা শাহ মোহম্মদ আবু জাফর ফরিদপুর-১, সরদার নাসীর উদ্দীন কালু শরীয়তপুর -১, খন্দরকার নাসীরুল ইসলাম ফরিদপু-১, মোঃ শফিকুর রহমান কিরন - শরীয়তপুর-২, আলী নেওয়াজ মামুদ খৈয়াম রাজবাড়ি( সদর), মোঃ নাসীরুল হক সাবু- রাজবাড়ি-২। এছাড়াও বৃহওর থেকে বিগত দিনে যেনারা বিত্রনপি থেকে এমপি প্রার্থী ছিলেন তারাও উপস্হিত ছিলেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন,
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম টুলু, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা মিজানুর রহমান মিনান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরল
প্রসঙ্গত, বর্তমান সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।