Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরেই আসছে ‘কারাগার ২’, মুক্তির তারিখ প্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৫:১৬ পিএম

ভারতীয় প্লাটফর্ম হইচই-এ গত ১৯ আগস্ট মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার’। সিরিজটি দেখার পর দর্শক মহলে এর দ্বিতীয় পর্ব দেখার আগ্রহ আরও বেড়ে যায়। এদিকে, হইচই-তে গতকাল শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পায় জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোধ’। আর এই সিরিজের শেষে পর্দায় ভেসে উঠে ‘কারাগার ২’ মুক্তির তারিখ। জানানো হয় প্রতিক্ষিত সিরিজটির দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি? এক সময় জানা গেল, ২৫০ বছর ধরে মানুষটি কারাগারে বন্দি! আর সেই মানুষটি হল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

আগস্টে ‘কারাগার’ মুক্তির আগেই সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ