Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আত্মহত্যা করতে চেয়েছিলেন সেলেনা গোমেজ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৫:০৬ পিএম

গত ২ নভেম্বর ক্যালিফোর্নিয়ার এএফআই ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর ৩ নভেম্বর অ্যাপল টিভিতে অবমুক্ত করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজের জীবনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘সেলেনা:মাই মাইন্ড অ্যান্ড মি’। এতে উঠে এসেছে সেলেনার সংগীত ও ব্যক্তিজীবনের নানা জানা-অজানা তথ্য। এমনকি তার কঠিন সময়ে আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসা দিনগুলোর কথাও জানতে পেরেছেন ভক্তরা।

ডকুমেন্টারিতে সেলেনা বলেন, ‘একটা সময় ভেবেছিলাম আমি না থাকলে পৃথিবী আরও ভালো হবে।’ এ প্রসঙ্গে সেলেনা আরও বলেন, ‘যখন আমার বয়স ২০ বছর তখন মনে হতো জীবনটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তখন মনে হতো আত্মহত্যা একমাত্র সমাধান। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ভালো খারাপের তফাৎ করতেও ব্যর্থ হচ্ছিলাম। সব মিলিয়ে দিনদিন মানসিক অবসাদ ঘিরে ধরছিল। মনে হয়েছিল বিষণ্ণতার আবরণে ঢাকা এই জীবন শিগগিরই শেষ করে দিতে হবে।’

এদিকে গোমেজ গণমাধ্যমে শেয়ার করেছেন যে, পরবর্তীতে তার মাধায় শুভ বুদ্ধির উদয় হয় এবং ২০১৮ সালে বেশ কয়েক মাস ধরে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। এ সময় সাইকোসিস এবং বাইপোলার রোগ নির্ণয় করতে তাকে প্রচুর ওষুধ সেবন করতে হয়।’

সেলেনা বলেন, ‘আমি যে ওষুধগুলো খেয়েছিলাম সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আমি কী বলছি বা কোথায় আছি সেটা ভুলে যেতাম। এই অবস্থা কাটিয়ে উঠতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তখন শিখেছি কঠিন মুহূর্ত কীভাবে মোকাবেলা করতে হয়।’

উল্লেখ্য, সেলেনা এবং জাস্টিন বিবার ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডেটিং করেছেন এবং অবশেষে নিজেদের সম্পর্ক সমাপ্ত করেন। তাদের বিচ্ছেদের পর অনেক মিডিয়ায় জল্পনা-কল্পনার তৈরি হয়। ভক্ত-অনুরাগীরা জাস্টিনের বর্তমান স্ত্রী হেইলি বিবারকে এর জন্য দায়ী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ