পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটাররা এখনো শংকামুক্ত না হলেও ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, ২২ ডিসেম্বর ভোট দিতে ভোটাররা উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। সব রাজনৈতিক দলের অনুরোধ সত্ত্বেও সেনা মোতায়েন না করায় নির্বাচন কমিশনের আসল চেহারা ক্রমান্বয়ে ফুটে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দলীয় ক্যাডারদের দিয়ে প্রিজাইডিং অফিসার নিয়োগের অভিযোগ শুনছি। ভোটারদেরকে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সেনাববাহিনী মোতায়েনের কথা বলেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একই অভিযোগ করলেও ইসি নিশ্চুপ রয়েছে। তারা নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, নিএবপি নেতা বেলাল হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।