Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাতে তাপমাত্রা কমার আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১০:৪৮ পিএম

উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে সারাদেশে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। এছাড়া উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই রাতে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে করে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে, এটা শীতের আগাম বার্তা। এছাড়া চলতি বছর নির্ধারিত সময়ের আগেই শীত পড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। সে কারণে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যেতে পারে।

তিনি আরও জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইতোমধ্যে শীত পড়ে গেছে। সেখানে ভোরে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগতে পারে। দক্ষিণাঞ্চলে শীত আরও দেরিতে পড়বে। সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ