Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালের সমাবেশে যাওয়ার পথে পটুয়াখালীতে মোটরসাইকেল বহরে হামলা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৯:২৪ পিএম

বরিশাল সমাবেশে যোগদানের পথে পটুয়াখালীর গাবুয়া এলাকায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ও বর্তমান আহবান কমিটির এক নম্বর সদস্য শাজাহান খানের মোটরসাইকেল বহরের উপর হামলা হয়েছে।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রম কালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হয়। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মী আহত হয়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়াও দিনভর ও সন্ধ্যার পরে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে একাধিক অটো রিক্সা ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ