Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইয়ুব বাচ্চুর টি-শার্ট ও গিটার প্রদর্শনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত ইনস্ট্রুমেন্ট ও পোশাকের বিশেষ প্রদর্শনী ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে অনলাইনভিত্তিক পোশাক ব্র্যান্ড বাংলার গঞ্জি। দুই দিনব্যাপী এ আয়োজন আজ শেষ হবে। আয়োজকরা জানান, আইয়ুব বাচ্চু এবং তার পরিবারের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই যুক্ত। তার সান্নিধ্য পেয়েছি আমরা। এছাড়া বাংলার গঞ্জি অনেক আগে থেকেই তার ছবি সম্বলিত টি-শার্টের অফিসিয়াল মার্চেন্ডাইজ করে আসছে। প্রতি বছরই আমরা আমাদের টি-শার্টের আইয়ুব বাচ্চুর টি-শার্ট, গিটার নিয়ে এ বিশেষ প্রদর্শনী। যেটার নাম দেওয়া হয়েছে ‘হারানো বিকেলের গল্প’। আইয়ুব বাচ্চুর কিছু জিনিস প্রদর্শনীতে রাখা হয়েছে। কয়েকটা গিটার, টি-শার্ট এবং আরও কিছু ব্যবহৃত জিনিস রয়েছে। আজ প্রদর্শনী চলবে সকাল ১১ থেকে রাত ৮টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ