Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রকাশিত হচ্ছে ব্যান্ড স্টোন-এর প্রথম অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রগেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড ‘স্টোন’ প্রতিষ্ঠার দশ বছর পর প্রকাশ করছে তার প্রথম অ্যালবাম। অ্যালবামের নাম ‘অবশ প্রলাপ’। ইতোমধ্যে অ্যালবামটির প্রথম গান ‘আলোর শিহরণ’ প্রকাশ করা হয়েছে। ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। অ্যালবামটি ‘আলোর শিহরণ’ ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’, ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ এবং ‘অবশ প্রলাপসহ মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে। গানগুলো ধারাবহিকভাবে এ বছরই প্রকাশ করা হবে। ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে ¯পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয় আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। প্রাথমিকভাবে গানগুলোর অ্যনিমেটেড লিরিক্যাল ভিডিও প্রকাশ পেলেও শ্রোতাগ্রহণযোগ্যতা বিবেচনায় মিউজিক ভিডিও আকারে কিছু গান প্রকাশিত হবে। ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। ‘স্টোন’ বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সঙ্গীতের ওপরেও বিভিন্ন সময়ে নীরিক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্টে ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের জন্য আমাদের বাছাইকৃত গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি। ‘আলোর শিহরণ’ তেমনই একটি গান। আশা করছি, শ্রোতাদের ভাল লাগবে। শাহেদ জানান, ২০১৬ সালে ব্যান্ডের প্রথম গান ‘অবশ প্রলাপ’ মুক্তি পায়। প্রথম গানেই শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। স্টোন ব্যান্ডের লাইন আপ হচ্ছে, অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)। ব্যান্ড-এর গানের কথা ও সুর করেন অজয় ও মিঠু। আগামী জানুয়ারিতে বাংলাদেশের ৫টি অন্যতম জেলা চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, রাজশাহী এবং সিলেটে সলো কনসার্টের মাধ্যমে ‘অবশ প্রলাপ’ অ্যালবাম মুক্তি উদযাপন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ