Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিল্ম চলল বা না চলল সে বিষয়ে তিনি খোঁজ নেন না নেওয়াজ?

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বলিউডে এক বিখ্যাত নাম নেওয়াজউদ্দিন সিদ্দিকী যিনি বরাবর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। তিনি যেটা ঠিক মনে করেন সেটি সরাসরি বলেন। অতীতে বহুবার নিজের মন্তব্যের জন্য তাকে ভাইরাল হতে হয়েছে। বর্তমানে ওটিটি প্লাটফর্ম নিয়ে সিনেমা ও সেলের মহলে এক অতিরিক্ত চাপ দেখা গেছে। কত টাকায় কোন ছবি প্লাটফর্মে বিক্রি হচ্ছে তা নিয়ে জল্পনা চলছে। কিন্তু সব ছবি কি ওটিটিতে বিক্রি হয়? ওটিটিও সবসময় প্রস্তুত থাকে না সব ছবি কেনার জন্য। যার ফলে প্ল্যাটফর্ম ভিত্তিতে বিভিন্ন ছবির বিভিন্ন বাজেট বদলে যায় এবং সব ছবি ওটিটিতে সার্চ করলে পাওয়াও যায় না। সাম্প্রতিক কালে ওটিটি’তে একটি নির্দিষ্ট নিয়ম চোখে পড়ছে। যে ছবি নিয়ে দর্শক মহলের খিদে বেশি, বা যে ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা বেশি। তাকেই বেশি দাম দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে নানা ওটিটি প্ল্যাটফর্ম। অতীতে যে ছবি খুব ভালো চলেছে তার সাথে এমন ছবি যেটা তেমনভাবে বাজারে ব্যবসা করতে পারেনি কিন্তু তার প্রতি খুব উৎসাহ দেখাচ্ছে দর্শকরা সেই ছবি আগে কিনবে ওটিটি। তেমনি এক পরিস্থিতির শিকার হয়েছেন বলিউড অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তার সাত সাতটি ছবি অবিক্রীত ভাবে পড়ে রয়েছে। কোন ওটিটি প্লাটফর্ম সেগুলো কিনতে চাইছে না। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, তার কাজ কেবল অভিনয় করা। কোন ছবি চলল বা না চলল সে বিষয়ে তিনি খোঁজ নেন না। ছবি বড় পর্দায় দেখানো হোক বা টিভির পর্দায় তার কাছে উত্তেজনা মাত্রা সমান। তিনি আরও জানান, ছবির কাজটাই তিনি মন দিয়ে করে এসেছেন এবং সেটাই করেন এর বাইরে কোন বিষয়ে বাড়তি উৎস তিনি দেখান না। এমনকি ছবি প্রিমিয়ার নিয়েও তার কোন উত্তেজনা থাকে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ