প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ১৮তম চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার›-এ গেয়েছেন যাচ্ছেন রিয়ানা। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও গানের জগতে ফিরলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। গানটিতে প্রয়াত চ্যাডউইক বোজম্যানের জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গানটি লিখেছেন টেমস, লুডভিগ গোরানসন, রিয়ানা এবং পরিচালক রায়ান কুগলার। সম্প্রতি গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গানটি এরই মধ্যে মুক্ত পেয়েছে। সিনেমাটির প্রিমিয়ারের আগে রিয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষেপে গানটির মেলোডিক টিজ প্রকাশ করেছেন। যদিও গানটির সুর ও শব্দ সম্পর্কে খুব কমই জানা গেছে টিজারে। এ জন্য গানটি মুক্তির আগ পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতে হবে। ফিল্মের সাউন্ড ট্র্যাকে রিয়ানার সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে গিয়ে টেমস এক বিবৃতিতে বলেছেন, ‘রিয়ানা আমার কাছে একটি অনুপ্রেরণার নাম। তাই তাঁর এই গানটি শোনানো আমার জন্য মহা সম্মানের বিষয়।’ হাই-ফ্যাশনের সংগ্রহশালা, অন্তর্বাস ব্যবসায় নিজের ব্র্যান্ড তৈরি, মেকআপ ব্র্যান্ডের যাত্রা ও বিলিওনেয়ার হওয়া এবং এক সন্তানের মা হওয়ার পর রিয়ানা অবশেষে ফিরছেন সংগীত জগতে। তাঁর একক ‘লাভ অন দ্য ব্রেইন’ মুক্তির প্রায় ছয় বছর পর প্রত্যাশিত প্রত্যাবর্তন করছেন তিনি। সরাসরি কিছু প্রকাশ করেনি মারভেল, তবে ভক্তরা ধরে নিয়েছিল যে রিয়ানা ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার, সাউন্ড ট্র্যাকের জন্য একটি গান গাইছেন। এর আগে ২০১৮ সালে ‘ব্ল্যাক প্যান্থার’ ফিল্মের মুক্তির সময় গুজব উঠেছিল যে, রিয়ানা একটি গান গাইছেন সিনেমাটিতে। অবশেষে সব জল্পনা-কল্পনা দূর করে মারভেল এবং রিয়ানা উভয়েই ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার›-এ রিয়ানার গানের বিষয়টি প্রকাশ করলেন। ‘ব্ল্যাক প্যান্থার’ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র, যা একই নামের মারভেল কমিকস সুপারহিরোর ওপর কেন্দ্র করে নির্মিত। সিনেমাটি প্রযোজনা করেছে মারভেল স্টুডিওস ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স। এটি চলচ্চিত্র। সিনেমাটির প্রধান তারকা চ্যাডউইক বোজম্যান ২০২০ সালে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।