রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার সকালে কালিসীমা মধ্যপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে গ্রামের বিপুল সংখ্যক নারী, পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রবাস ফেরত মনির হোসেন, শামীম মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কালিসীমা পূর্বপাড়া গ্রামের এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৫৮টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘ দিনেও বৈধ সংযোগ না পেয়ে তারা এলাই মিয়া ও আব্দুল কাইয়ূমের কাছে টাকা ফেরত চায়। এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম গ্রামবাসীকে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। বক্তারা, তাদের টাকা ফেরত পেতে এবং প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।