Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে ডুবে যাওয়া ফসলি জমিতে কৃষকের মানববন্ধন

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিরাজ খানহাট এলাকায় অসহায় কৃষকেরা ফসলি জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন করেছে।
গতকাল শুক্রবার সকাল ১১টার সময় দৌলতদিয়া ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কৃষকদের আয়োজনে সিরাজ খান হাট এলাকায় পানিতে ডুবে যাওয়া ফসলি জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে এলাকার কৃষকেরা বিক্ষোভ মিছিল ও পানির মধ্যে দাঁড়িয়ে শতাধিক অসহায় কৃষকেরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করছে।

সে সময় কৃষক লিটন, লিয়াকত, ইউনুছ, নান্নু, হাসতত, মোস্তাক বলেন, আমাদের এই মাঠে প্রায় কয়েক শত ফসলি জমি বৃষ্টি পানিতে ডুবে গেছে পেয়াজ, টমেটো, বেগুন, ভূট্টা, রসুন, করলা ক্ষেত। এ সকল জমিতে পানি আগে কখনো জমিনি।

পানি নিস্কাশনের যে নালাটা ছিলো সেই নালাটা আলেব মৃধার তার পুকুরের চালা বেধে বন্ধ করে দিয়েছে। সেই কারণে পানি নামতে পারছে না। যার কারণে আমাদের মাঠের সকল সবজি ক্ষেত পানিতে ডুবে পচে যাচ্ছে। আমরা অনুরোধ করছি যে বিষয়টি উদ্ভতম কর্মকতারাদের নজরে আসে এবং সমাধান করা হয়।

এ বিষয়ে আলেব মৃধা বলেন, আমার পুকুরের চালায় একটি চোং দেয়া আছে সেখান দিয়ে পানি বেড় হয়ে যায়। পানি বেড় হওয়াতে আমার পুকুরের চালা ভেঙে গেছে। আমি নিস্কাশনের জায়গা আটকাইনি।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, আমি গেলবার একবার ঐ জায়গাটি কেটে পানি নিস্কাশন করেছিলাম কৃষকের ফসলি জমির জন্য। আমি গিয়ে জায়গাটি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ