Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর মহাশ্মশানের অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৬:২৪ পিএম

যশোরের সনাতন ধর্মের মানুষের মরদেহ দাহ করার স্থান নীলগঞ্জ মহাশ্মশান পরিচালনার জন্যে গঠিত অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। নীলগঞ্জ মহাশ্মশান রক্ষা কমিটির ব্যানারে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে

সার্বজনীন কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তরা বলেন, যশোরের সনাতন ধর্মাবলম্বী মানুষের মরদেহ দাহ করে সৎকার করার একমাত্র স্থান হচ্ছে নীলগঞ্জ মহাশ্মশান। এই মহাশ্মশান পরিচালনার জন্যে দীর্ঘ ১৯ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি নেই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাবেক সভাপতি অসীম কুন্ডু এককভাবে এই মহাশ্মশানের কর্তৃত্ব করে চলেছেন। মহাশ্মশানের ভবন নির্মাণ, কয়েকবারের নামযজ্ঞ অনুষ্ঠান ও গাছ-পালা বিক্রির হিসাব জনসাধারণের সামনে কখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি অসীম কুন্ডু আসন্ন নামযজ্ঞ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভায় মনগড়া একটি কমিটি গঠন করেছেন। যা পুরোপরি অবৈধ। অবিলম্বে অবৈধ ওই কমিটি বাতিল করে মহাশ্মশান পরিচালনার জন্যে এলাকাবাসী ডেকে সার্বজনীন একটি কমিটি গঠন ও ভবন নির্মাণসহ সব কাজের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করার দাবি তোলেন। নীলগঞ্জ মহাশ্মশান রক্ষা কমিটির আহবায়ক অশোক কুমার বোস বলেন, ‘অসীম কুন্ডুর কর্তৃত্বে নীলগঞ্জ মহাশ্মশান একটি স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপাঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ সভাপতি সুখেন মজুমদার, সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল প্রমুখ।
সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অসীম কুন্ডু বলেন, ‘নামযজ্ঞ আয়োজনের প্রস্তুতি সভায় উপস্থিত অনেকে নীলগঞ্জ মহাশ্মশান কমিটি গঠনের প্রস্তাব দিলে কমিটি গঠন করা হয়। সেখানে অন্তত ২০০ মানুষ উপস্থিত ছিলেন। যারা কমিটিতে পদ পাননি তারাই এখন কমিটি বাতিলের ষড়যন্ত্র করছেন। এছাড়া নামযজ্ঞ অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অনুষ্ঠান শেষের দিন প্রকাশ করা হয়ে থাকে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ