Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতা কর্মীরা বিব্রত বগুড়ায় আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : একটি ঘরোয়া মজমায় বগুড়ার নন্দিগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আয়েশ করে ইয়াবা সেবন করছেন এমন একটি ছবি নব বার্তা নামের একটি অনলাইন পত্রিকায় সংবাদ আকারে প্রকাশের পাশাপাশি টুইটারে ভাইরাল হলে দলের নেতা কর্মীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে । ঘটনাটি শুধু নন্দিগ্রাম উপজেলাতেই নয় বরং জেলার সব পর্যায়েই আলোচিত হচ্ছে ব্যাপকভাবে ।
অনলাইনে ভাইরাল হওয়া ইয়াবা সেবনের ছবিটি আনিছুর রহমানের কিনা বা কে ওই ছবি তুলে তা’ অনলাইনে প্রচার করেছে তা জানার জন্য ইনকিলাবের পক্ষ থেকে বেশ কয়েকবার আনিছুর রহমানের মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি বা তার পক্ষে কেউ ফোন কল রিসিভ করেননি ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন ঘনিষ্ট ব্যক্তি বলেছেন, সুযোগ বুঝে তার প্রতিপক্ষ কেউ গোপনে মোবাইল ফোনে ইয়াবা সেবনের ছবিটি ধারণ করে তা’ অন লাইনে ছড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, ছড়িয়ে দেয়া ভিডিও চিত্রটি এতই পরিষ্কার যে, ছবিটি আনিছের নয় বলেও অস্বীকার করা যাচ্ছেনা ।
নন্দিগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি তিনিও শুনেছেন , তবে নিজে ভিডিও চিত্রটি দেখেননি । এটা সত্য হলে তা’ সাংঘঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ