Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বাউফলে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে দোকান লুটের অভিযোগ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দর এলাকায় গত সোমবার গভীর রাতে অবৈধ জাল উদ্ধার অভিযানের নামে দোকানের তালা ভেঙে লুটপাটের অভিযোগ পাওয়া ধগেছে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে কোস্টগার্ড সদস্যরা রাত দুইটা থেকে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার বৈধ জাল নিয়ে যায়। এ ঘটনায় মিন্টু মালি নামের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী মঙ্গলবার রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে অবৈধ জাল উদ্ধারের নামে কোস্টগার্ডের ২০-২৫ জন সদস্য উপজেলার কালিশুরি বন্দরে ব্যাবসায়ী অধির ঠাকুর, মিন্টু মালি, মাসুদ সিকদার, নজরুল ইসলাম, নিরঞ্জন মাস্টার, গকুল হাওলাদার, গকুল বিশ্বাসসহ ১০টি পাইকারি দোকান ও তাদের গুদামের তালা ভেঙে ভিতরে ঢুকে বিপুল পরিমাণ বৈধজাল নিয়ে যায়। যার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। কালিশুরী বন্দর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোস্টগার্ডের সদস্যরা অবৈধ জাল উদ্ধার করবেন তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তা স্থানীয় পুলিশ ফাঁড়ি কিংবা প্রসাশনের কেউ জানবেন না তা কি করে হয়? তাও আবার গভীর রাতে তালা ভেঙে।’
এ ব্যাপারে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা দেবায়ন চক্রবর্তী মুঠোফোনে বলেন,  বৈধ জাল নেয়ার অভিযোগ ভিত্তিহীন। তারা গোপন খবরে ওইসব দোকান ও দোকানের গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করেছেন। গোপনীয়তা বজায় রাখার জন্য বিষয়টি কাউকে জানানো হয়নি।’ তবে কোনো নির্বাহী হাকিমকে অবহিত কিংবা তার উপস্থিতি ছাড়া গভীর রাতে তালা ভেঙে এ ধরণের অভিযান পরিচালনা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সদুত্তর না দিয়ে তিনি বলেন,‘মালিকপক্ষ অভিযানের বিষয়ে জানতে পেরে ছিটকে পড়েছিল। এ কারণে বৃহত্তর স্বার্থে কাউকে না জানিয়ে অভিযান চালানো হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ