Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষার ইবির প্রথম মেধাতালিকা প্রকাশ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম

গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের 'এ', 'বি', 'সি' ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু ৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

মূল কাগজপত্র জমা, ০৭ নভেম্বর হতে ১২ নভেম্বর বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

জানা গেছে, প্রথম মেধা তালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটে ৬০৮ জন এবং ‘সি’ ইউনিটে ৪৩৩ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ