Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার মাহিনীতে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী আল জামিআতুল ইসলামিয়া দারুল কুরআন মাহিনী মাদরাসার বার্ষিক বড়সভা ও ইসলামি মহাসম্মেলনে বক্তারা বলেছেন, মহান আল্লাহর বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা ও কুরআন-সুন্নাহ মোতাবেক জীবনে পথচলার প্রতিটি মূহুর্ত কাজে লাগিয়ে এবং  (সা:) এর আদর্শকে মনের গভীরে স্থান করে নিতে পারলেই প্রকৃত মুমিন হওয়া সম্ভব। বক্তারা দ্বীনের খেদমত করার উপর গুরুত্বারোপ করে বলেন, দ্বীনের খেদমতকারিরা আল্লাহ তা’আলা ও রাসলে করীম (সা:) এর কাছে সবচেয়ে প্রিয়। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি মুসলিম পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানান।
ইসলামি মহাসম্মেলন ঘিরে গত মঙ্গলবার মাহিনীর মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় পরিণত হয়। মহতি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার বট্টগ্রাম মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা মাওলানা মুফতি নুরুল হক, নানুপুরী দরবারের সাহেবজাদা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা এমদাদ উল্লাহসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ