Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে গরু চুরির মামলায় কাশিমপুর কারাগারে সেই বাবলী

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৯:৫৫ পিএম

ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগের (ছাত্রী বিষয়ক সম্পাদক) বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরে তাকে বহিষ্কার করা হয়।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে বুধবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। একই সঙ্গে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়। সেই সুপারিশে বাবলীকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

এদিকে আজ বৃহস্পতিবার গরু চুরির মামলায় বাবলীসহ পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে ধামরাই থানা পুলিশ। এর মধ্যে এক আসামির ১এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাবলীসহ অন্যদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাবলীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।

ধামরাই থানার (ওসি) নির্মল কুমার দাস বলেন, গরু চুরির ঘটনায় বাবলী আক্তার জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে একজন আসামির রিমান্ড মঞ্জুর ও বাবলীকে কাশিমপুর কারাগারে প্রেরণ করেছেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ