বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় কাস্টমস ভ্যাট কমিশনারেট এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির শুক্রবার ৪ নভেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অনিবার্য কারণ বশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সূত্র জানিয়েছে, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, ক্যাশিয়ার, গাড়ি চালক, নৈশ প্রহরীসহ বিভিন্ন পদে শুক্রবার ৪ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতিও নেয়া হয়।
ব্যাপক গুঞ্জন উঠেছে, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্বাচিত শিক্ষক প্যানেল। আজ বৃহস্পতিবার বিকালে উপসচিব পদমর্যাদার কাস্টমস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুয়েট এ আসেন। তিনি তার সাথে থাকা নির্দিষ্ট একটি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ার কথা বলেন। এ সময় প্রশ্ন কমিটির সদস্যরা অপারগতা প্রকাশ করেন এবং তীব্র আপত্তি জানান। এক পর্যায়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে কুয়েট এর সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে কথা বলা হলে তারা কোন মন্তব্য করেন নি।
অন্যদিকে সংশ্লিষ্ট একজন শিক্ষক এ অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।