প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. বø্যাক অ্যাডাম
২. টিকেট টু প্যারাডাইস
৩. প্রে ফর দ্য ডেভিল
৪. স্মাইল
৫. হ্যালোউইন এন্ডস
টিকেট টু প্যারাডাইস
অল পার্কার পরিচালিত রোমান্টিক কমেডি ফিল্ম। ‘আ বয় কল্ড ক্রিসমাস’ (২০২১), ‘মাম্মা মিয়া! হিয়ার উই গো এগেইন’ (২০১৮), ‘নাউ ইজ গুড’ (২০১২) এবং ‘ইমাজিন মি অ্যান্ড ইউ’ (২০০৫) পার্কার পরিচালিত ফিল্ম।
পাঁচ বছর ঘর করার পর ডেভিড (জর্জ ক্লুনি) এবং জর্জিয়া কটনের (জুলিয়া রবার্টস) বিবাহবিচ্ছেদ হয়। তারা অনুভব করে তাদের এই সম্পর্কের একটি মাত্র ভাল দিক হল তাদের মেয়ে লিলি (কেইটলিন ডেভার)। লিলি সামনে কলেজ ডিগ্রি পাবে এবং আইনজীবীর চাকরি তার নিশ্চিত। জর্জিয়া আর ডেভিডের সম্পর্ক এতোটাই বিরোধপূর্ণ যে এক জায়গায় তারা একসঙ্গে এক মুহূর্তও থাকতে নারাজ। তবে একসময় তাদের সিদ্ধান্ত বদলাতে হয়। লিলি বালি দ্বীপে বেড়াতে গিয়ে সেখানে এক শৈবাল চাষির প্রেমে পড়ে যায়। তার বাগদান হয়ে যায় এবং লিলি সিদ্ধান্ত নেয় সে আইনজীবী হবে না। তার এই মোহ ভাঙতে জর্জিয়া আর ডেভিড শেষ একবার আপস করবে বলে ঠিক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।