Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

১. তারা ভার্সেস বিলাল
২. রাম সেতু
৩. থ্যাঙ্ক গড
৪. জগগু কি লালটেঁ
৫. মোদিজি কি বেটি

তারা ভার্সেস বিলাল
‘ববি জাসুস’ (২০১৪, বিদ্যা বালান অভিনীত) ফিল্মের জন্য খ্যাত সামার ইকবাল শেখ পরিচালিত রোমান্স ড্রামা।
বিলাল (হর্ষবর্ধন রানে) আর তারা (সোনিয়া রথি) দুজন একেবারে দুই আলাদা মেরুর মানুষ, কিন্তু নিয়তি তাদের কী করে যেন মিলিয়ে দেয়। তারা তার বর করণকে (সারমার্দ বারাইচ) নিয়ে লন্ডনে আসে মধুচন্দ্রিমায়। অচিরেই সে তার স্বামী যে প্রতারক তা টের পায়। করণ তার স্বর্ণ আর টাকা পয়সা নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। হোটেল মালিক বিলাল তারাকে হোটেল থেকে বের করে দেয়। একদিকে তারার জীবন সংগ্রাম শুরু হয় অন্য দিকে বিলাল পরিবার থেকে কঠিন চাপের মুখে পড়ে। তার বাড়ি ভর্তি আত্মীয়ারা তাকে বিয়ে করার জন্য চাপাচাপি শুরু করে। বিলাল তো শপথ করেছে বিয়ে করবেই না। সে এক পরিকল্পনা করে। তারাকে খুঁজে বের করে তার সঙ্গে এক নকল বিয়ে সাজায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ