Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক দুলাভাই কারাগারে

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৮:৪০ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর,) দুপুর ৩টার দিকে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৭০)। তিনি সৈয়দপুর সক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষক শ্বশুরবাড়িতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে তাঁর গলা, মুখে ও ঘাড়ে আঁচড়ে দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতে নাতে আটক করেন ওই শিক্ষককে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শ্লীলতাহানি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ( ছবি আছে)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ