প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে নানা আয়োজন থাকে। এ আয়োজনের সাথে যুক্ত থাকে তার পরিবার, ফ্যান ক্লাবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মৌসুমী বলেন, ‘জন্মদিন এলে আব্বুর কথা খুব বেশি মনে পড়ে। আব্বু বেঁচে থাকার সময় আমার জীবনটাই অন্যরকম ছিলো। সবকিছুই আব্বুর নখদর্পনে ছিলো। আমি কী করছি না করছি, কোথায় কী করবো না করবো, কোনটা করলে ভালো হবে, কোনটা করা ঠিক হবে না, এসব কিছুই তিনি ঠিক করে দিতেন। তাই জীবনের এই পর্যায়ে এসে আব্বুকে বেশি মনে পড়ছে। সবকিছু মিলিয়ে নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা থাকলেও আমার দুই সন্তান ফারদিন ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আর জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। তবে জন্মদিনে একটি ফটোশ্যুট-এ অংশ নেব। এরপর নিজের মতো করেই পরিবারের সাথে সময় কাটাবো। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে সাহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক হয়। একই সিনেমা দিয়ে সালমান শাহও চলচ্চিত্রে আসেন। মৌসুমীর জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।