প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০০৮ সালে জনি ডেপের বিরুদ্ধে সাবেক স্ত্রী হার্ডকে নির্যাতন করার অভিযোগ ওঠায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ থেকে ডেপকে বাদ দিয়েছিল ডিজনি। কয়েক মাসের ব্যবধানে আবারও গুঞ্জন উঠেছে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে’ নিয়ে; এবার যুক্ত হয়েছে টাকার অংকও। মার্কা ম্যাগাজিন লিখেছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্রে জনি ডেপের ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আবারও তাকে জলদস্যু হিসেবে দেখতে চাইলে ৩০ কোটি ডলার গুনতে হবে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনিকে। সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতার পর কয়েক মাস আগেও একবার এমন আওয়াজ উঠেছিল। তবে পরে সেই গুঞ্জন থিতিয়ে যায়। অভিনয়ের জন্য জনি ডেপের প্রশংসা অনেক দিনের। কিন্তু ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তাকে দুনিয়াজোড়া পরিচিতি এনে দেয়। চার বছরে এ ফ্র্যাঞ্চাইজির পাঁচটি সিনেমাতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন হলিউড অভিনেতা ডেপ। কিন্তু ২০০৮ সালে তার বিরুদ্ধে সাবেক স্ত্রী হার্ডকে নির্যাতনের অভিযোগ উঠলে সিরিজটি থেকে তাকে বাদ দেওয়া হয়। গুঞ্জন উঠেছে, মানহানির মামলার রায়ের আগেও ডিজনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ এবং ‘ক্যাপ্টেন অব দা বø্যাক পার্ল’ সিনেমা দুটির প্রস্তাব দিয়েছিল ডেপকে। বিষয়টি উঠে আসে মামলার শুনানিতেও। সে সময় ডেপ আদালতে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ডিজনির প্রস্তাবে তিনি রাজি নন, আগের চেয়ে বহুগুণ বেশি পারিশ্রমিক মিললেও না। মার্কা ম্যাগাজিন লিখেছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ এবং ‘ক্যাপ্টেন অব দা বø্যাক পার্ল’র শুরুর জীবন নিয়ে সিনেমায় ডিজনি ডেপকে আবার চাইছে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে চুক্তির খসড়াও নাকি তৈরি করা হয়েছে। ২০০৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য কার্স অব দ্য বø্যাক পার্ল’ নিয়ে দর্শকদের সামনে আসেন ডেপ। তিন বছর পর ২০০৬ আসে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’ সিনেমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।