Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ম্যায় নেহি তো কওন বে’ দিয়ে ভাইরাল শ্রুষ্টি তাওড়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

এমটিভির র‌্যাপ সঙ্গীতভিত্তিক রিয়েলিটি শো ‘হাসল ২.০’তে একটি কয়েক মিনিটের পারফরমেন্সে ফাটিয়ে দিয়েছেন শ্রæষ্টি তাওড়ে ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ, টিকটকে তার গান ‘ম্যায় নেহি তো কওন বে’ অগণিত বার ব্যবহার, সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষবার শেয়ার আর লাইক পেয়ে গায়িকা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। শুধু ভাইরাল হয়েছে বলে নয় গানটি যে আবেদন ও আবহ সৃষ্টি করেছে অর্থ বুঝলে মুহূর্তে মনে ফূর্তির ভাব হবে। ইউটিউব চ্যানেল কানফোড় ‘হাসল ২.০’র গানটি শেয়ার করেছে। দেখা গেছে ‘হাসল ২.০’তে। দেখা গেছে শ্রæষ্টি তাওড়ে তার র‌্যাপ ধারার ‘ম্যায় নেহি তো কওন বে’ গানটিতে একাধিক ভাষায় পারফর্ম করেছেন। শুধু অন্য প্রতিযোগীদের ডিস (কটাক্ষ) করেননি নিজেকেও করেছেন তার গানে। গানেই বলেছন তা ডিস ছিল না বরং শাউটআউট (শুভেচ্ছা) ছিল। তিনি র‌্যাপ করেন : এক মিনিট, হিট কিয়া হি নেহি। ম্যায়নে শাউটআউট দিয়া, ডিস কিয়া হি নেহি (এক মিনিট, আমি আক্রমণ করিইনি। আমি শুধু শাউটআউট করেছি, ডিস করিনি তো”। শেষের দিকে শ্রæষ্টি অনুষ্ঠানের সঞ্চালক বাদশাহ’র পার্টি অ্যান্থেম ‘স্যাটারডে স্যাটারডে’ এবং ‘ডিজে ওয়ালে বাবু’র উদ্ধৃতিতে শাউটআউট করেন। এছাড়া তার ভাইরাল র‌্যাপ ‘চিলা কাইন্ডা গাই’ এবং ‘ছোটা ডন’ পারফর্ম করেন। নেটিজেনরামন্তব্য করেছেন : সবসময় অনন্য র‌্যাপ কুইন, তিনি ‘এক নারী সবচেয়ে দারুণ’-এর নজির, বয়ে চল রানি। ‘তিনি তার গানে একই সঙ্গে ইংরেজি, হিন্দি, হরিয়ান্বি, মারাঠি এবং বাংলায় নিখুঁত র‌্যাপ করেছেন’ : আরেকজনের মন্তব্য। ‘তিনি এতোটাই ভার্সাটাইল যে প্যারাডক্স, উইকেড সানি, কিউকে, এবং এমসি স্কয়ারের স্টাইল একে একে অনুকরণ করেছেন! হ্যাটস অফ,’ আরেক ভক্তের মন্তব্য। আরেকজনের মন্তব্য : আমি সাধারণত র‌্যাপ গান শুনি না। কিন্তু তিনি চরম। আমি ইউটিউব শর্টসে তার ১৫ সেকেন্ডের গান শুনে পুরো গানটি শুনতে বাধ্য হয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ