Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। সকাল ১১ টায়  খনি চত্বরে সকল শ্রমিকদের উপস্থিতিতে খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ,সংগঠনের  সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারন সম্পাদক  আবু সুফিয়ান ও অর্থ সম্পাদক মোরসালিন যৌথ প্রেস ব্রিফিংয়ে জানান, ৮.১২.১৬ তারিখে ঘোষনা দেওয়া হয়েছিল ১৪ ডিসেম্বর দুপুর থেকে লাগাতার কর্মবিরতি চলবে। তবে  আসন্ন  মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এ কর্মসূচি ২ দিনের জন্য স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তিতে আবারও  সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে  এ কর্মসূচি পালন করা হবে যোগাযোগ করলে খনির ব্যবস্থাপনা পরিচালক এস এম এন এ আররঙ্গজেব কর্মসূচি স্থগিত ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। কয়লা খনি শ্রমিকরা তাদের চাকরি স্থায়ী করনের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫বার লিখিত স্মারকলিপি দিয়েও ফল হয়নি। ঝুঁকিপূর্ণ কয়লা খনিতে কাজ করেও  শ্রমিকদের মজুরি অতি নগন্য। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ