রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায়গত গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্রসহ মোঃ আশিক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত আশিক উপজেলার বড়গাছি পশ্চিমপাড়া গ্রামের মোঃ আইফুলের ছেলে। র্যাব-৫ সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এএসপি একেএম এনামুল করিমের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ২টি পিস্তল, ১টি শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ আশিককে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকা থেকে একটি পাকিস্তানী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আসলাম আলী (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। জানা যায়, আসলাম আলী বেশ কিছু দিন যাবৎ এলাকায় অস্ত্র ব্যবসায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্জির পুকুর এলাকায় একটি দোকানের পাশে বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার নামে মামলা দিয়ে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।