Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় ৬ দোকান পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : চাঁদা না পেয়ে সাভারে ছয়টি টং দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে সাভারের তুরাগ আফজাল নগর এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আফজাল নগর এলাকায় ছয়টি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঠে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করে পার্শ্ববর্তী ভাকুর্তা এলাকার সন্ত্রাসী সবুজ ও মানিক। পরে ব্যবসায়ীরা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ভোরে ওই ছয়টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে ওই ছয়টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় ওই ছয়জন ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েছেন। দোকানে চা বিস্কুট বিক্রি করে তাদের সংসার চলতো বলে জানিয়েছে তারা। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কোন দোকান পোড়ানোর ঘটনা তার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ