Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টারর্নি ডাক্তারদের সংঘর্ষ আহত ৩

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তার এবং নেতৃত্বের জের ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসক পরিষদের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গত সোমবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজের মিলন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসক পরিষদ গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু করেছে। জানা গেছে, শিক্ষানবিস চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ উল কবীর বাঁধন জানিয়েছেন, শিক্ষানবিস চিকিৎসক পরিষদের কমিটির মেয়াদ শেষ না হতেই সোমবার সন্ধ্যায় ফারহান রহমানকে সভাপতি ও উত্তম দেবনাথকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির নেতারা সোমবার রাত ১১টার দিকে ডা. মিলন ছাত্রাবাসে গিয়ে বর্তমান কমিটির সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবের কক্ষে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে রাকিব মারাত্মক আহত হয়। বর্তমানে রাকিব হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে পরিষদের জরুরি সভায় চিকিৎসকদের নিরাপত্তা ও সংঘর্ষে আহত মাহফুজুল হক তালুকদার রাকিবের চিকিৎসার ব্যয় নির্বাহসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তারা জানায়। কমিটির মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, বর্তমান কমিটির মেয়াদ ২০১৭ সালের মে মাসে শেষ হবে। তার আগে নতুন কমিটি গঠন সংগঠনের গঠনতন্ত্র-পরিপন্থী। এদিকে, নতুন কমিটির সভাপতি ফারহান রহমান জানিয়েছেন, কমিটির মেয়াদ এক বছর হলেও বিগত দিনে কমিটির নেতারা ছয় মাস করে দায়িত্ব পালন করতেন। সে অনুযায়ী আমরা সোমবার কমিটি করেছি। সোমবার রাতে ছাত্রাবাসে শিক্ষানবিস চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গেলে রাকিব তার দলবল নিয়ে আমাদের কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামানের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। তারা ছয় দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ