রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলের কুমারিয়াবাড়ী-চরছিন্না সড়কের মাত্র ১০০ গজ রাস্তা পাকা না করায় উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়ে পড়েছে। সেই সাথে ওই স্থান দিয়ে যাতায়াতে সাধারণ জনগণকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন উক্ত সড়কের কুমারিয়াবাড়ীর বাজারের উত্তর পার্শ্বে দুটি ব্রিজের মাঝে মাত্র ১০০ গজের কাঁচা রাস্তার মাটি গভীর খাদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সরেজমিন পরিদর্শন করলেও অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি। অথচ প্রতিদিন সড়কটি দিয়ে মোটরসাইকেল, ঘোড়ার গাড়িসহ অন্যান্য যানবাহন মনসুরনগর, চরগিরিশ, কাজিপুর ও সরিষাবাড়ী উপজেলা সদরে যাতায়াত করে। মাত্র ১০০ গজ ওই জায়গার জন্য যে কোনো সময় উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ প্রসঙ্গে মনসুর নগর ইউপি’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবেক চেয়ারম্যান এম কামরুল হাসান মাস্টার বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।