Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঞ্চে আসছে নাট্যধারার নতুন নাটক স্বর্ণময়ী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

র্ণময়ী, বারো ভুঁইয়ার অন্যতম প্রধান ভুঁইয়া ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে ঈশা খাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের অজানা উপাখ্যান নিয়ে মঞ্চে আসছে নাট্যধারার নতুন নাটক ‘স্বর্ণময়ী’। আগামী ৪ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রথিতযশা নাট্যদল নাট্যধারার ২৮তম প্রযোজনা ‘স্বর্ণময়ী’। গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত। নাটকের উব্দোধনী মঞ্চায়নে উপস্থিত থাকবেন নাট্যসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারতের নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্দেশক লিটু সাখাওয়াত বলেন, ‘স্বর্ণময়ী ও ঈশা খাঁ’র মাঝে আদৌ কোন প্রেম ছিলো কিনা, তা খুঁজতে গিয়ে এই নাটকে প্রেমের চেয়ে বেশি প্রকট হয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সংঘাত। যে দ্বন্দ্ব ও সংঘাত এখনও বর্তমান। একজন নির্দেশক হিসেবে গল্পের এই বিষয়টিই আমাকে বেশী করে টেনেছে। এই নাটকের মাধ্যমে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছে তরুণ নাট্যকর্মী গাজী রহিসুল ইসলাম তমাল। তিনি বলেন, যদিও স্বর্ণময়ী ও ঈশা খাঁ’র প্রেমকাহিনী ইতিহাস কর্তৃক ততটা সিদ্ধ নয়, তথাপি লোকমুখে প্রচারিত এই কাহিনীকে কখনও-কখনও ইতিহাসের দ্বারস্থ হতে হয়েছে। নাটকে লাইট এবং সেট ডিজাইন করেছেন হেনরি পলাশ সেন এবং মিউজিক করেছেন এজাজ ফারাহ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ, দীপান্বিতা, তমাল, পারভেজ, মাহবুব, লিটু, রফিকুল, ছন্দা, রুবেল, হাফসা, হাসিব, বায়েজিদ, অংকন এবং রাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ