Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী চরিত্র নিয়ে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ স্পিন-অফ

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের যবনিকা হতে যাচ্ছে দুই পর্বের ফিনালে দিয়ে যার প্রথমটি ‘ফাস্ট এক্স’। তবে সম্ভবত এখানে ৬.৬ বিলিয়ন ডলার আয় করা সিরিজটির শেষ নয়। ধারণা করা হচ্ছে, সিরিজের সব নারী চরিত্র নিয়ে এক বা একাধিক স্পিন-অফ পর্ব নির্মিত হবে ঠিক ‘হবস অ্যান্ড শ’র মত। বিজনেস ইনসাইডারের সঙ্গে এক সাক্ষাতকারে ইউনিভার্সাল পিকচার্সের ফিল্ম চিফ ডনা ল্যাংলি বলেছেন, একটি ‘ফিমেল (নারী ভিত্তিক) ফাস্ট’ দেখলে ভাল লাগবে। ভিনও (ডিজেল) তাই বলেছে। ফ্র্যাঞ্চাইজে অসাধারণ ও অতুলনীয় সব নারী চরিত্র রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রি লারসনের চরিত্রটি (টেস, ‘ফাস্ট এক্স’ ২০২৩)। ‘ফিমেল ফাস্ট’ নির্মিত হলে আমার ভাল লাগবে। ভিন ডিজেল, (পরলোকগত) পল ওয়াকার, মিশেল রডরিগেজ, জরডানা ব্রুস্টারকে নিয়ে ২০০১ সালে সিরিজের প্রথম পর্ব ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ মুক্তি পায়; পরে সিরিজটি যোগ দেন গ্যাল গ্যাডট, নাটালি ইমানুয়েল, হেলেন মিরেন, ডোয়েন জনসন, জেসন স্টেথাম সহ আর ও অনেকে। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজের নয়টি ফিল্ম, একটি স্বল্পদৈর্ঘ্য ফিল্ম এবং একটি টিভি সিরিজ মুক্তি পেয়েছে। ‘ফাস্ট এক্স’-এ থাকবেন ভিন ডিজেল, মিশেল রডরিগেজ, জরডেনা ব্রুস্টার, টাইরিজ গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজেস, নাটালি ইমানুয়েল, সাং ক্যাং, চার্লিজ থেরন, হেলেন মিরেন, জেসন স্টেথাম, লুকাস ব্ল্যাক, শ্যাড ‘বাও ওয়াও’ মস, জেসন টোবিন, জন সেনা, অ্যানা সাওয়াই; এদের সবাই এক বা একাধিক পর্বে অভিনয় করেছেন। কাস্টে নতুন যোগ দিয়েছেন জেসন মোমোয়া এবং ড্যানিয়েলা মেলকিয়র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ