Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে খাদ্যে ভেজালে ৬ হাজার টাকা জরিমানা

নরসিংদী জেলা সাংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নরসিংদী সার্কিট হাউস সংলগ্ন অরবিট রেস্টুরেন্ট উইথপার্টি সেন্টারে গত ৪ অক্টোবর সাইফুল নামে একজন ভদ্রলোক এই রেস্টুরেন্টেটিতে খাবার খেতে আসে। তখন হোটেলে কর্মচারীকে কাচ্চি বিরানী ও হাফ লিটার পানির অর্ডার করেন। এসময় রেস্টুরেন্টের কর্মচারী যথাযথভাবে খাবারের পরিবেশন করেন। অভিযোগকারী সাইফুল ইসলাম কাচ্চি বিরানী খাবার সময় প্লেটের ভিতর সিগারেটের নিম্ন অংশ দেখতে পায়। এর প্রেক্ষিতে সাইফুল ইসলাম নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে উপস্থিত হয়ে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে গতকাল নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে এক শুনানি হয়। শুনানি শেষ অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে ৬০০০ টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান খাদ্যে ভেজাল পাওয়ায় অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে জরিমানা আওতায় এনে সঠিক নিয়মে রেস্টুরেন্ট চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ