Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ বাংলাদেশী জেলেকে দেশে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে আটক ৪০ জন বাংলাদেশী জেলেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ৭২ দিন আটক থাকা ৪০ জন জেলেকে আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ভারতীয় পুলিশের কাছ থেকে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানে মাছ ধরার বেশ ক’টি ট্রলার ডুবে যায়। ট্রালারের জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সে সময় তাদের আটক করে। ৭২দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়ায় শেষে আজ তাদের দেশে ফেরত আনা হয়েছে। ইতিমধ্যে ইউনুছ আলী নামে একজন জেলের মৃত্যু হয়। তার বাডী় পটুয়াখালী জেলায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনার পরপরই জেলেদের ফিরিয়ে আনতে আমি একাধিকবার ভারতে গিয়েছি। ভারতের একটি আশ্রয় কেন্দ্রে ৪০ জন জেলে আটক রাখা হয়।

ইমিগ্রেশনের কাছ থেকে জাস্টিজ কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রত্যেকের সজনদের কাছে ফেরত পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ