প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রয়াত আব্দুর রব ফকির গোপাল শাহকে উৎসর্গ করে পদ্মহেম ধামের দুদিনের সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে আজ ও আগামীকাল মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায়। আজ বিকেল ৩টায় পদ্মহেম ধামে লালন সাঁইজির বাণীর মধ্যদিয়ে আসর শুরু করবেন কুষ্টিয়ার হেমাশ্রমের প্রতিষ্ঠাতা দরবেশ নহির শাহ। এখানে দুই বাংলার সাধুগুরুরা লালনসংগীত ও লালনের বাণী পরিবেশন করবেন। বাংলাদেশের লালন শিল্পীদের মধ্যে থাকবেন দরবেশ নহীর শাহ, রাজ্জাক বাউল, রিংকু, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, গোলাপী ফকিরানী প্রমুখ। সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন জানান, লালনের গান ও বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। অন্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারবো আশা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।