Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে ৪৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৪:৫২ পিএম

পাবনার চাটমোহরে ৪৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে উপজেলা চত্বরে।

মাছ নিধনের অন্যতম উপকরণ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের উপস্থিতিতে জব্দ করা ৪২টি চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এরআগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি উপজেলার গুমানী নদীর ছাওয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি জানান,চায়না দুয়ারি,কারেন্ট ও সোঁতি জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ