Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড গড়লেন টেইলর সুইফট, বিলবোর্ডের সেরা দশটি গানই তার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৪:২৮ পিএম

 সারাবিশ্ব তোলপাড় করে মার্কিন গায়িকা টেইলর সুইফটের নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে কিছুদিন আগেই। ‘মিডনাইটস’ নামের সেই অ্যালবাম এরইমধ্যে ঝড় তুলেছে শ্রোতামহলে। এরমাঝেই বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে সেরা দশের দশটিতেই জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। এখন বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানই টেইলর সুইফটের, যেখানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘মিডনাইটস’-এর গানও রয়েছে।

এই রেকর্ড গড়ে টেইলর সুইফট টুইটারে লিখেছেন, ‘বিলবোর্ড হট হানড্রেড তালিকায় দশে দশ? তাও আবার আমার দশম অ্যালবাম? আমি বিশ্বাসই করতে পারছি না!’

এদিকে বিলবোর্ড সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সপ্তাহখানেকের জন্য বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানের মধ্যে নয়টি গান ছিল কানাডিয়ান রযাহখপার ড্রেকের। কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন টেইলর সুইফট।

১০ অক্টোবর মুক্তি পায় টেইলর সুইফটের দশম অ্যালবাম ‘মিডনাইট’। এই অ্যালবামে আছে মোট ১৩টি গান এবং সাতটি বোনাস গান। গত সাত বছরের মধ্যে সবচেয়ে বড় অ্যালবাম ছিল টেইলরের ‘মিডনাইট’। এছাড়া এবছর কোনো অ্যালবাম মুক্তির পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘মিডনাইট’-এর দখলে। মুক্তির দিনেই স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে এই অ্যালবাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ