Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রীড কোম্পানির মধে চুক্তি

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চীনের দুটি প্রতিষ্ঠান সেপকো ওওও ও এইচটিজি এর সহায়তায় চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার লক্ষ্যে এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার ও লি. এবং এসএস পাওয়ার ওও লি. এরধ সাথে সম্প্রতি পাওয়ার ডিভিশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে ৬১২ মেগাওয়াট করে ১ হাজার ২২৪ মেগাওয়াট (নিট) বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ছবিতে এস আলম গ্রুপ, এসএস পাওয়ার ১ লি. ও এসএস পাওয়ার ২ লি. এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে পিডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সাথে চুক্তি হস্তান্তর করতে দেখা যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাইস, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু এবং প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্ববৃহ

২৯ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ