রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পুরাপইল বাজার এলাকায় এক অভিযান চালিয়ে গত রোববার সকাল ৯ টায় চাঞ্চল্যকর এক ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগড়ী গ্রামের মো. জহুরুল ইসলাম এর পুত্র আব্দুল ওহাব (২৪)। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান, গত ২০ নভেম্বর ২০১৭ সালে জয়পুরহাট জেলার সদর থানার চকবরকত ইউনিয়নের নওপাড়া গ্রামের পল্লীবালা বাজারের পশ্চিম পাশে জনৈক জয়নাল আবেদীনের পুুকুরের দক্ষিণ পাশের গাছের ডালের সাথে একই গ্রামের মো. সাহেব আলীর (৫১) ছেলে ওয়াজ কুরুনী ওরফে সজীবের (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করে। পুলিশ মামলার কোন কূল কিনারা করতে না পারায় মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সিআইডির তদন্তে ৫ জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে মো. আব্দুল ওয়াহাব (২৪) অন্যতম। দীর্ঘদিন চেষ্টার পর র্যাব তাকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।